ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ অথচ ভোটে জেতার পর দেরি না করে ইমরান ট্যুইটারে মোদিকে শুভেচ্ছা জানান৷ তারপর রবিবার প্রধানমন্ত্রীকে ফোন করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন৷ মোদি অবশ্য জানিয়ে দেন, আলোচনা হবে৷ তবে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করা দরকার৷ দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের আগে পাকিস্তানকে বিশ্বাস ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে হবে৷
৩০ মে রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন মোদি৷ অতিথি নিমন্ত্রণের তালিকাও প্রায় তৈরি৷ ‘প্রতিবেশী প্রথম’- এমন বিদেশনীতির উপর জোর দিয়ে তালিকা তৈরি করা হয়েছে৷ বিমস্টেক গোষ্ঠীভুক্ত ছয়টি দেশ বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভূটানের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর বাইরে ক্রেজ রিপাবলিকের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷
এসব নেতাদের বাইরে বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানানো নিয়েও জল্পনা চলছে৷ সরকারি তরফে কিছু জানানো না হলেও সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমন্ত্রিতের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিংপিং প্রমুখ৷ এরা প্রত্যেকেই মোদির জয়ের পর তাকে ফোন করে শুভেচ্ছা জানান৷
ইমরান খান যে মোদির শপথগ্রহণে ডাক পাননি তা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র৷ ২০১৪ সালে মোদি যখন প্রথম জিতে প্রধানমন্ত্রী হন তখন সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়৷ তাতে সামিল ছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও৷
Leave a Reply