ফুটবল বিশ্বের মাহতারকা দিয়াগো ম্যারাডোনাকে গ্রেফতার করা হয়েছে। সাবেক বান্ধবীর করা এক মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে আর্জেন্টিনা পুলিশ। ম্যারাডোনার সঙ্গে সাবেক বান্ধবী রোচিও অলিভারের বিচ্ছেদ হয়েছে গত ডিসেম্বরে। কিন্তু অতীত তাকে পিছু ছাড়ছে না। অতীতের সম্পর্কের জেরে এবার তাঁকে গ্রেফতার হতে হলো। বৃহস্পতিবার গ্রেফতার করা হলেও কারাগারে নেয়া হয়নি।
২৪ বছর বয়সী অলিভারের সঙ্গে ৫২ বছর বয়সী ম্যারাডোনার দেখা ও বন্ধন হয় ২০১২ সালে। এখন অলিভারের বয়স ৩০ ও ম্যারাডোনার ৫৮। ৬ বছরের প্রেমের সমাপ্তি হয় গত ডিসেম্বরে।
বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ পেতে ৯ মিলিয়ন ডলার দাবি করে মামলা করেন অলিভার। সেই মামলায় ম্যারাডোনাকে গ্রেফতার করা হয়।
তবে পুলিশ তাকে গ্রেপ্তারের দেখিয়ে এবং হাতে একটা নোটিশও ধরিয়ে ছেড়ে দিয়েছে।
Leave a Reply