৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসকের নাম, পদবী এবং প্রতিবেদনের বিষয়টি স্পষ্ট করে পড়ার উপযোগী করে লেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন হাইকোর্ট।
আজ সোমবার ২০০৩ সালে ধর্ষণের পর এক শিশু হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির করা আপিলের রায় ঘোষণার সময় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।
পরে সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এক শিশু হত্যার ঘটনায় রায় ঘোষণার সময় হাইকোর্ট ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসকের নাম এবং প্রতিবেদনের লেখা স্পষ্ট ছিল না। আদালতের বুঝতে অসুবিধা হচ্ছিল। তাই যে সব চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করবেন তাদের নাম ঠিকানা (পোস্ট, পদবী) এবং ওই প্রতিবেদন যেন পাঠের উপযোগী হয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
Leave a Reply