ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার বিকেলে শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় সংক্ষিপ্ত এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র, এখানে উসকানি দিচ্ছে বিএনপি। ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন সৃষ্টি হলে তা কূটনৈতিকভাবে ফয়সালা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশে কূটনীতিকরা নিরাপদ জানিয়ে সরকার দলীয় প্রভাবশালী এ নেতা বলেন, ‘আমেরিকান দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে তা ফয়সালা করব। বন্ধুরাষ্ট্র আমাদের যুক্তরাষ্ট্র, এখন উসকানি দিচ্ছে বিএনপি। আমি সবাইকে আশ্বস্ত করছি, বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তার কোনো অভাব নেই।’
প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর শাহীনবাগে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে একদল লোক তাকে ঘিরে ধরে। সেদিন নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। সেখানে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় গিয়েছিলেন পিটার হাস। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠনের ব্যানারে একদল লোক এ কাণ্ড ঘটায়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।
এদিকে এ ঘটনার পর তীব্র নিন্দা জানায় বিএনপি। এ ঘটনার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলেও মন্তব্য করন দলটির নেতারা।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যদি কোনো বিষয় নিয়ে টানাপোড়েন হয়, এর বিচার চাইবে যুক্তরাষ্ট্র। একটি দল এ নিয়ে কথা বলছে। আপনারা কে?
তিনি বলেন, যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আন্দোলনে খেলবে, নির্বাচনেও খেলবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ও সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
Leave a Reply