ঢাকা, ৩০ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শান্তিনগরের স্কাই সিটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তার মুক্তির জন্য আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে পারিন। এজন্য আমরা কেউ জীবন উৎসর্গ করিনি, কারাবরণও করিনি। তাই আত্মসমালোচনার মাধ্যমে অতীতের ভুল-ত্রুটি শুধরে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনসম্পৃক্ত আন্দোলন করতে হবে। আমাদের আজ শপথ নিতে হবে যেন আন্দোলনের মধ্য দিয়ে আমরা অচিরেই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারি।
এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহেরের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রিয়াজউদ্দিন নসু, দেবাশীষ রায় মধু, তাবিথ আউয়াল, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মো. ফরিদ উদ্দিন, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ডিএলের সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির শাহ নেওয়াজ খান প্রমুখ। ইফতারের আগে খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply