ঢাকা, ১৫ জুলাই ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি, কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।
এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করেন এম এ কুদ্দুস। সঙ্গে সঙ্গেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ কুদ্দুস দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিকে চাকরি করেছেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।
এম এ কুদ্দুসের মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক নেতা. কার্টুনিস্ট এম এ কুদ্দুস মৃত্যুতে রাজবাড়ীর আরেক কৃতি সন্তান বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি. বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ইউনিটির সভাপতি. বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি. ডেইলি মর্নিং অবজারভারের প্রধান সম্পাদক. সিনিয়র সাংবাদিক. বিশিষ্ট লালন গবেষক. বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব. বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এম এ কুদ্দুসের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবককে হারালো, তার মৃত্যুতে সাংবাদিকদের অপুরনীয় ক্ষতি হয়ে গেল, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।
পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক জানিয়েছেন। মরহুমের লাশ তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে দাফন করা হবে বলে জানা গেছে।
Leave a Reply