ঢাকা, ০৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার সকাল আটটায় পুলিশ লাইনস্ মাঠে নামাজ আদায় করেন তিনি।
আইজিপির সঙ্গে ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
নামাজের পর দেশ ও জাতির অব্যাহত অগ্রযাত্রা, কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে আইজিপি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
Leave a Reply