০১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে সাত নম্বর আসামি করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। আজ
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন চার্জশিট দাখিলের খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগপত্রভুক্ত আসামিদের প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক- এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রাপ্ত বয়স্ক আসামি ১০ জন, তাদের মধ্যে সাত নম্বরে রয়েছেন মিন্নি নাম। আর অপ্রাপ্ত বয়স্ক আসামি ১৪ জন।
রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযোগপত্র সম্পর্কে পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পুলিশ নিরবচ্ছিন্নভাবে গভীর তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় বরগুনা সদর থানার অভিযোগপত্র ২৮০(১) বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে উল্লেখিত আসামিদের ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চার্জশিটের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a Reply