হেলথ ডেস্ক, ০১ মে ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রথম শীর্ষ কর্মকর্তা হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। গত জানুয়ারিতে রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মিশুস্তিন। দেশটিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
রুশ টিভি চ্যানেল অনুসারে, বৃহস্পতিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন মিশুস্তিন। এক ভিডিও কলে পুতিনকে তিনি বলেন, আমি সবেমাত্র জানলাম যে, আমার করোনা ভাইরাসের পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তিনি আইসোলেশনে থাকবেন বলে জানিয়ছেন।
পুতিনের সঙ্গে ভিডিও কলে, উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলৌসভকে আপাতত প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়ার সুপারিশ করেছেন মিশুস্তিন। তার সুপারিশের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন পুতিন।
ভিডিওকলে মিশুস্তিনকে পুতিন বলেছেন, আপনার সঙ্গে যা হয়েছে তা যেকারো সঙ্গেই হতে পারে। আমি সবসময় এটা বলে আসছি। আপনি একজন অত্যন্ত সক্রিয় মানুষ। এখন পর্যন্ত আপনি যত কাজ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আরো বলেন, এর মানে এটাই যে, এই ভাইরাস কোনো বাছবিচার করে না।
জন হপকিন্স অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭৩ জন। আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ৯৮ জন। ভাইরাসটি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে রাশিয়া। পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইতালির মতো পরিস্থিতি হওয়া ঠেকাতে পেরেছেন। তবে পুতিন চলতি সপ্তাহে এক সতর্কবার্তায় জানান, দেশটিতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই।
এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর বাসিন্দাদের অনেকেই ভাইরাসটির ভয়াবহতা মলে নিচ্ছে না। তিনি বলেন, অনেক মানুষ সরকারি বিধিনিষেধ অমান্য করছেন।
Leave a Reply