স্পোর্টস ডেস্ক, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেট মিশন শুরু করা টিম বাংলাদেশ। প্রশংসায় ভাসছে। পবিত্র রজমানে মাসে লন্ডনে বিশ্বকাপ শুরু হওয়ায় রোজা রেখেই রবিবারের ম্যাচে অংশ নেন তিন বাংলাদেশি ক্রিকেটার। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ রোজা রেখে খেলায় অংশগ্রহণ করায় তাদের অনেকে ধন্যবাদ জানিয়েছেন। রোজা নিয়ে এমন একটি ম্যাচে অংশ নিয়ে বিজয়ী হওয়াকে সৌভাগ্য হিসেবে দেখছেন মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষ ম্যাচে শেষদিকে ব্যাট করতে নেমে ৩ বলে ৫ রান তোলেন মিরাজ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ১০ ওভারে ৪৪ রান দিয়ে এক উইকেট নেন। বাংলাদেশের ব্যাটিংয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিম উইকেট ৮০ বলে ৭৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।
বিসিবি বাংলাকে দেয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি মিরাজ বলেন, ‘যখন নিয়ত করেছি রোজা রাখবো, আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। রিয়াদ ভাই আর মুশফিক ভাইর সঙ্গে নিয়ত করেছিলাম। এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতা। রোজা রেখে খেলা, এমন একটা ম্যাচে রোজা রেখে খেলা ভাগ্যের ব্যাপার।’
এত লম্বা সময় রোজা রেখে খেলা কতটা কঠিন ছিলো- কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার খুব ভালো লেগেছে যে এমন দিনে ম্যাচ জিততে পেরেছি। মাশরাফী ভাইও বলছিলেন, আমরা রোজা রেখেছি বলেই রহমত ছিলো।
মাঠের পারফরমেন্সে কতটা প্রভাব ফেলেছে- জানতে চাইলে মিরাজ বলেন, আসলে খেলা শেষ হওয়ার পর যখন মনে পড়ে, আমি রোজা আছি, তখন কষ্ট হচ্ছিলো।
Leave a Reply