০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার বলেছেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকেই সেখানে পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।
রবার্ট মিলার বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়ের চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে। সেটা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে।
গতকাল সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থাপিত আমেরিকান কর্নার পরিদর্শন করতে সিলেট আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ মঙ্গলবার দুপুরে হঠাৎ সুরমা নদীর ওপর স্থাপিত ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply