ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর নিকেতনে অভিযান শেষে যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে টাকার গননা। এই যুবলীগ নেতার নিকেতনের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ পেয়েছে র্যাব। এছাড়া অবৈধ অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়।
জানা গেছে, এখন পর্যন্ত দশ কোটি টাকা পাওয়া গেছে। অন্যান্য কাগজপত্র থেকে এখন পর্যন্ত গুনে ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। জি কে শামীম র্যাবকে জানিয়েছেন, এখানে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর আছে। টাকা গুনে কূল পাচ্ছেন না র্যাবের ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা।
আজ সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসা ঘিরে চলে এই অভিযান। এর আগে নিকেতন এলাকায় জি কে শামীমের আরেকটি বাসা থেকে তাকে ডেকে আনা হয়। পরে তাঁকে আটক করেই অভিযান চালায় র্যাব।
Leave a Reply