বিনোদন ডেস্ক, ৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশের প্রেক্ষাগৃহে আবার মুক্তি পেতে যাচ্ছে আমদানিকৃত ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’। ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া। আগামী শুক্রবার মুক্তি পাবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অর্ধশতাধিক সিনেমা হলে ‘কিডন্যাপ’ মুক্তি দেওয়ার চেষ্টা করছি আমরা। একদম নতুন ছবি বলা যায়। এটা ভারতের রাজা চন্দ পরিচালিত ছবি। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন কলকাতার তারকা দেব ও রুক্সিনী। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। ছবির প্রযোজক দেব নিজেই। উল্লেখ্য, শাপলা মিডিয়া থেকে কিছুদিন আগে ‘ভোকাট্রা’ নামের একটি ছবি মুক্তি পেলেও দর্শকরা তা গ্রহণ করেননি।
Leave a Reply