ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কাউন্সিল উত্তর রাজনৈতিক প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশে সঙ্কট নিরসনে সরকারের পদত্যাগ ও বর্তমান সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে অচিরেই আন্দোলন শুরু হবে। রাষ্ট্রীয় রাজনৈতিক সংস্কার প্রশ্নে এ আন্দোলন শুরু হবে।
দেশে আর্থিক দুরবস্থায় জীবনযাত্রার মান নিম্নগামী হয়েছে বলে মন্তব্য করে সরকারের সমালোচনায় আবদুর রব বলেন, উন্নয়নের নামে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে দুর্যোগে ফেলে দিয়েছে সরকার। আর্থিক দুরবস্থায় মানুষের আয় কমে গেছে। জীবনযাত্রার মান নিম্নগামী হয়েছে।
দেশে পাঁচ থেকে ছয় কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে জানিয়ে জেএসডির সভাপতি বলেন, বিপন্ন মানুষের প্রতি, অপুষ্টিতে ভোগা শিশুদের প্রতি সরকারের কোনো মনোযোগ নেই। এছাড়া নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের আত্মতুষ্টির আড়ালে গণতন্ত্র, সংবিধান ও মানবাধিকারকে বলি দেওয়া হয়েছে।
রাষ্ট্র বিনির্মাণে জেএসডির ১০ দফা কর্মসূচি তুলে ধরেন তিনি; সংবিধান সংশোধন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের নিশ্চয়তা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, নিরপেক্ষ নির্বাচন, প্রজাতন্ত্র দিবস ঘোষণা, প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান, জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠন, সার্ক এর অধীনে উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের দাবির কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির সভাপতি আ স ম আব্দুর রব, বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
Leave a Reply