ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): শুক্রবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সমাবেশের নামে সন্ত্রাস আর বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
হানিফ বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ডিসেম্বর মাস আমাদের গৌরব আর অহংকারের মাস। এই মাসে রাজাকারের বাচ্চাদের হুমকি বরদাশত করা হবে না।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বিএনপি নয়াপল্টনে জনজীবিন বিপর্যস্ত করে, পুলিশ পিটিয়ে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী, খুনি, স্বাধীনতাবিরোধী দল। তারা সরকার আর সংবিধান মানে না। দেশের আইনও মানে না।’
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রসঙ্গ টেনে হানিফ বলেন, ‘১০ তারিখের পর নাকি খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ তিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত। শেখ হাসিনার কৃপায় বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির আরেক নেতা তারেক রহমান পলাতক। সন্ত্রাসী, জঙ্গিবাদের হোতা। শুধু দুর্নীতি নয়, হত্যা এবং সন্ত্রাস করে পলাতক।’
হানিফ মনে করিয়ে দেন, ‘দেশে সরকার আছে, আইন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আওয়ামী লীগও আছে।’ তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) যা বলবেন তাই হবে মনে করবেন না। দেশের মানুষকে জিম্মি করে সরকার পতনের আশা আপনাদের দুঃস্বপ্ন নয়, দুঃসাহস মনে করি।’
বিএনপি নেতারা জোশে বেহুঁশের মতো কথা বলছেন উল্লেখ করে হানিফ বলেন, ‘শিশু বক্তা রফিকুল মাদানী বলেছিল, শেখ হাসিনা সরকার মানি না। পরে পুলিশের হাত, পা ধরে বলেছিল, জোশে বলে ফেলেছি। বিএনপি নেতাদেরও এমন হতে পারে। তারাও এখন হাত, পা ধরা শুরু করেছেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্কার বলে দিতে চাই, শেখ হাসিনার কথায় দেশ চলবে। দেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।’
এর আগে বেলা দুইটা থেকে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল, অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী।
Leave a Reply