ঢাকা, ০৯ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরোয়ানা থাকার পরও ফেনীর নুসরাত হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার না করায় তা আবারো প্রমাণ হয়েছে। সরকারের আশকারাতেই অপরাধ করেও শাস্তি থেকে ক্ষমতাসীনরা রেহাই পাচ্ছেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে ধর্ষণ, হত্যা, বিচার বহির্ভুত হত্যার হিড়িক চলছে। গুরুতর ঘটনাগুলো সমাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করলেও সরকারের টনক নড়েনি।’
Leave a Reply