ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো যে শারীরিক সমস্যাগুলো ছিল- সেগুলোই মাঝেমধ্যে বাড়ে বা কমে, ‘নতুন কোনো সমস্যা’তার নেই।
সম্প্রচার আইনের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রচার আইনটি একটি সংবেদনশীল আইন। সব পক্ষের সাথে আলোচনা করে সবার মতামতের প্রতিফলন ঘটিয়ে নীতিমালা করা হয়েছে। কিন্তু আইন করতে আমাদের যতœবান হতে হচ্ছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে, সেখান থেকে খুব সহসা পাব বলে আশা করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায়।’
বাংলাদেশে ১০ বছর আগে হাতে গোণা কয়েকটি অনলাইন পত্রিকা থাকলেও এখন সাড়ে তিন হাজারের বেশি অনলাইন পত্রিকা আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেগুলোকে আমরা সহসাই নিবন্ধনের আওতায় আনব। এখন যে কেউ একটি অনলাইন পত্রিকা খুলে বসছে, কোনো নিবন্ধন নিতে হচ্ছে না। এভাবে তো হওয়া উচিত নয়।’
বিএনপি নেতাদের অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সরকার সবসময় সচেষ্ট থেকেছে। দেশের অভ্যন্তরে সর্বোচ্চ যে চিকিৎসা দেওয়া সম্ভব, সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দেওয়া হচ্ছে।’‘বেগম খালেদা জিয়া যখন পুরান ঢাকার কারাগারে ছিলেন, তখন তার জন্য একজন সার্বক্ষণিক নার্স ছিল। একজন ফিজিওথেরাপিস্ট ছিল, একজন ডাক্তার প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করতেন। অন্য কোনো বন্দির ক্ষেত্রে এটি হয়নি। এছাড়া তার পছন্দের একজন গৃহপরিচারিকা তার সাথে আছেন। যেটি আমাদের ভারতীয় উপমহাদেশে অন্য কারও ক্ষেত্রে হয়েছে কিনা- আমার জানা নেই।’
খালেদা জিয়ার আর্থ্রাইটিসের সমস্যার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তার ব্যক্তিগত চিকিৎসকরাও সময়ে সময়ে তার সাথে দেখা করে তাকে চিকিৎসা সেবা দিয়েছেন। তারপর তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।’
খালেদা জিয়ার যে অসুবিধাগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো বহু বছরের পুরনো সমস্যা মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘তার হাঁটুর সমস্যা, নি (হাঁটু) ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আজ থেকে প্রায় ১৫ বছরের বেশি আগে। এই সমস্যাগুলো নিয়েই তিনি দুবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। বিএনপির মত একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এই সমস্যাগুলো মাঝে মাঝে বাড়ে এবং মাঝে মাঝে কমে। সুতরাং এগুলো নতুন কোনো সমস্যা নয়।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, এগুলো যদি বেগম খালেদা জিয়া জানতে পারেন, তার জীবন সংকটাপন্ন আমি জানি না, তিনি জানতে পারছেন কিনাৃ আমার মনে হয় তখন তো বেগম খালেদা জিয়াই বিএনপি নেতাদের উপর উষ্মা প্রকাশ করবেন- যে আমাকে তোমরা এভাবে কথার মাধ্যমে মেরে ফেলছ কেন!’ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতাদের ‘অপরাজনীতি’ না করার জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী হাছান।
Leave a Reply