স্পোর্টস ডেস্ক, ০৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাইফউদ্দিনের হাত ধরে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে মিরাজের হাতে ধরা পড়েছেন ফখর জামান। ৩১ বলে ১৩ রান করেছেন তিনি। বিশ্বকাপে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২২ ওভারে ১ উইকেটে ১০৩ রান।
এর আগের আটটি ম্যাচ হোম জার্সিতে খেললেও টাইগাররা আজ অ্যাওয়ে তথা লাল রঙের জার্সি পরে মাঠে নেমেছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লর্ডসে। এর আগে বাংলাদেশের এই দলের কোনো খেলোয়াড় লর্ডসে ওয়ানডে ম্যাচ খেলেনি।
ইনজুরি কাটিয়ে আজ বাংলাদেশ একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে একাদশের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজকেও আজ একাদশে রাখা হয়েছে। এই দুজন সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। অন্যদিকে, পাকিস্তান আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। তাই আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আট ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টাইগাররা এখন পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, পাকিস্তানের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে। সেমিতে উঠতে হলে তাদের আজ ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে। আট ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান।
Leave a Reply