স্পোর্টস ডেস্ক, ০৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২৫০ উইকেট এবং ৫ হাজার রানের যুগলবন্দী রেকর্ড গড়েছেন সাকিব। সনৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তি অল-রাউন্ডারদের ছাড়িয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক ছোঁয়ার বিশ্বরেকর্ড এখন তার দখলে। অনন্য এ রেকর্ডের জন্য বিশ্ব তারকাদের পাশাপাশি আইসিসিও সাকিবকে জানিয়েছে শুভেচ্ছা।
টুইটারে সাকিবের ছবি পোস্ট করে আইসিসি লিখেছে, ‘জয়াসুরিয়া ১৩৪৩০ রান/ ৩২৩ উইকেট; ক্যালিস ১১৫৭৯ রান/ ২৭৩ উইকেট; আফ্রিদি ৮০৬৪ রান/ ৩৯৫ উইকেট, সাকিব ৫৭৯২ রান/ ২৫০ উইকেট; আব্দুর রাজ্জাক ৫০৮০/২৬৯ উইকেট। সে (সাকিব) এমনি এমনিই বিশ্বের নাম্বার ওয়ান অল-রাউন্ডার হয়নি। আজ থেকে সাকিব এই যুগলবন্দী ক্লাবের সদস্য হয়ে গেছেন; যে ক্লাবে ইতিহাসের মাত্র ৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন!’
মাত্র ১৯৯ ম্যাচেই ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ওয়ানডে ইতিহাসে তিনি সবার চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন। এর আগে যে চারজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন তাদের মধ্যে ২৫৮ ম্যাচে পাকিস্তানের আবদুল রাজ্জাক; আফ্রিদি করেছিলেন ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়াসুরিয়া করেছিলেন ৩০৪ ম্যাচে।
Leave a Reply