ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রংপুর-৩ আসনে সাদ এরশাদের মনোনয়ন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ারের সমর্থকরা।
এছাড়া তৃণমূলের প্রার্থী দেয়া না হলে মহানগরের নেতাকর্মীরাও পাশে থাকবেন না বলে জানান, সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, পার্লামেন্টারি বোর্ড যাকে উপযুক্ত মনে করবে তাকেই মনোনয়ন দেয়া হবে।
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে সাদ এরশাদের মনোনয়ন কেনাকে কেন্দ্র করে নিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ারের সমর্থকরা।
এর আগে রংপুর নগরভবনে সংবাদ সম্মেলন করে সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তৃণমূল থেকে প্রার্থী দেয়া না হলে সাদ এরশাদের পাশে কেউ থাকবে না।
রংপুর মহানগরের জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সাদ এরশাদকে প্রোভাইড করতে চাইলে রংপুরের নেতাকর্মীরা কাজ করবে না। যারা চাপিয়ে দিতে চায় তাদের কতোটুকু শক্তি আছে সাদকে জেতানোর আমরা জানি না। আমরা কাজ করবো না।
এদিকে রাজধানীর বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, মনোনয়ন নিয়ে রংপুরে যা হচ্ছে তা তৃতীয় পক্ষের কেউ করছে। এগুলো কে বা কারা করছে আমাদের দলের মধ্যে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তৃতীয় পক্ষের কেউ পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই সব করছে।
তবে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, দলের পার্লামেন্টারি বোর্ডই নির্ধারণ করবেন কে হচ্ছেন রংপুর ৩ আসনে জাপার মনোনীত প্রার্থী। সার্বিকভাবে পার্লামেন্টারি বোর্ড যাকে উপযুক্ত মনে করবেন প্রার্থী হিসেবে তাকেই মনোনীত করা হবে।
Leave a Reply