বিনোদন ডেস্ক, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাবেক স্বামী পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সংগীতশিল্পী মিলা ইসলাম। অপর দুই আসামিরা হলেন এসএম আর রহমান এবং খান আল আমিন। আজ বৃহস্পতিবার বিকালে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বৃহস্পতিবার আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপরে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ই সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী
এইচ এম তানভীর ও বারের বর্তমান সেক্রেটারি আসাদুজ্জামান খান রচি শুনানি করেন।
Leave a Reply