ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সকালে মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তূর্য’র নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যেগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তূর্য, সহ সভাপতি শহিদুর রহমান, সামসুজ্জোহা, শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল মাহমুদ, মাহফুজুর রহমান শিপলু, রতন মোল্লা, তমাল আহমেদ, অপু, জীবন পাটোয়ারী, রেজাউল করিম স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।
এ ছাড়াও সেখানে কেন্দ্রীয়, মহানগর, জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply