হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শুধু সামাজিক দূরত্বই নয় শারীরিক দূরত্ব বজায় রাখা বেশি প্রয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিপ্ততরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। সামাজিক দূরত্ব নয় শারীরিক দূরত্ব বেশি প্রয়োজন।
সামাজিক দূরত্ব কমিয়ে আনার বিষয়ে তিনি বলেন,’ আমরা এখন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আর এগুলোর মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ সহযোগিতা চালিয়ে যাব। এছাড়া যদি কোনো জরুরি প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রাখতেই হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘জরুরি প্রয়োজনে বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন।’
Leave a Reply