ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি’।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর।’
ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় এখনো সংহত হয়নি, শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতার ৫১ বছরে বিজয়কে নস্যাৎ করতে তৎপর। সাম্প্রদায়িক অপশক্তির কারণে বিজয়কে আমরা উপভোগ করতে পারিনি। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে সকলকে সতর্ক থাকতে হবে।’
এদিকে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। বিজয়ে এটাই আমাদের অঙ্গীকার।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply