০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সিলেটে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ রোগী। এদের মধ্যে ১৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৭২ জন। এখানে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই ঢাকায় অবস্থানকালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নারের আরএমও ডা. সুপার্থ ভট্টাচার্য বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে একটি কমিটি গঠন করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
এদিকে, ডেঙ্গু রোগের বাহক এডিস মশা সিলেটে কোন এলাকায় কী পরিমাণ আছে তা জানতে নগরীর ২৭ ওয়ার্ডে জরিপ শুরু করেছে সিভিল সার্জন অফিস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৭ জুলাই প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর পর মাঝে-মধ্যে এক দুইজন করে রোগী ভর্তি হচ্ছিলেন। কিন্তু গত কয়েক দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
Leave a Reply