হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই রোগী উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের নিখিল রায়ের পুত্র রনি রায় (২৬)। সে সদ্য করোনা আক্রান্ত এলাকা নারায়ণগঞ্জ থেকে দিরাই আসে। গত মঙ্গলবার রাত ১ টায় যুবক রনি রায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান।
গত ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়েছিল।এরমধ্যে দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুজনের করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, আক্রান্ত যুবককে আজ সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে। তার পার্শ্ববর্তী ১০/১২ বাড়ি লকডাউন করা হয়েছে।
Leave a Reply