০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার পাথারিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। এর মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মো. সাগর মিয়া (১৬), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মো. লিমন মিয়া (১৭), মো. আলীর ছেলে মো. আফজাল মিয়া (১৭) ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মো. নোমান (২৮)। তাৎক্ষণিকভাবে নিহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, জেলার দিরাই উপজেলা থেকে লিমন নামের একটি বাস সুনামগঞ্জ যাচ্ছিল। অপরদিকে একটি লেগুনা দিরাই আসছিল। পাথারিয়ায় আসার পর যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় লেগুনায় থাকা ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জাবেদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিসের টিম গঠনাস্থলে কাজ করছে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুণ অর রশিদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়াস সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে। ঘটনার পর থেকে বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply