ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঋণ খেলাপি যারা টাকা পরিশোধ করতে ইচ্ছুক, কিন্তু নানা সমস্যার কারণে পরিশোধ করতে পারছে না তাদেরকে সুযোগ-সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায় করা হবে।
অর্থমন্ত্রী বলেন, ১৬ শতাংশ, ১৪ শতাংশ সুদে কখনো খেলাপি ঋণ আদায় হবে না। শুধু ব্যালন্স শিট বড় করে কি লাভ। টাকাই যদি ফিজিক্যালি আদায় না হয়। এভাবে খেলাপি ঋণ বাড়িয়ে লাভ কি? তার চেয়ে ভাল সুযোগ- সুবিধা দিয়ে টাকা আদায় করা।
তিনি বলেন, ব্যাংক মালিকরা সিঙ্গেল ডিজিট সুদ বাস্তবায়নে কথা দিয়েছেন। শিগগিরই সিঙ্গেল ডিজিট সুদ ও সিঙ্গেল ডিজিট ডিপোজিট রেট বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। নয় ও ছয় বাস্তবায়ন হলে ঋণ খেলাপিদের এক্সিটের ব্যবস্থা হয়ে যাবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, যারা ব্যাংক থেকে ফেরত না দেওয়ার উদ্দ্যশ্যে টাকা নিয়েছে, তারা সে টাকা ব্যবহার করতে পারবে না। তাদেরকে আইনের আওতায় এনে টাকা আদায় করা হবে। তাদের উদ্দেশ্য সফল হবে না। ব্যাংক আমাদের অর্থনীতির প্রায় ৮২ শতাংশ। সুতরাং এমন ভাবে কোন কিছু বলিয়েন না যেটা সামগ্রিক ব্যাংক খাতের উপর প্রভাব পড়ে।
অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংক প্রবলেম ব্যাংক। ফারমার্স ব্যাংকেও সমস্যা ছিল। কিন্তু আমরা চাইলেই কোন ব্যাংক বন্ধ করে দিতে পারি না। তবে এটা ঠিক আমাদের ব্যাংকিং খাত যেভাবে বেড়ে উঠার কথা ছিল সেভাবে উঠতে পারেনি। আমরা ব্যাংকিং খাতের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছি। গত ৬ মাস আগেও ব্যাংকিং খাতকে বলা হতো লুটপাটের খাত। এখন আর সে কথা বলার সুযোগ নেই।
বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরসহ দেশের সকল বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply