ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের কংগ্রেস পার্লামেন্টারি দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। আজ ১ জুন শনিবার দলের সভায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়ার নাম প্রস্তাব করলে দলের সদস্যরা তাতে সম্মতি দেন। অন্যদিকে মতাদর্শগতভাবে বিজেপির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
একইসঙ্গে নির্বাচনে ফল বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। রাহুল দাবি করেন, অচিরেই ঐক্যবদ্ধ হয়ে দলের বিপর্যয় কাটিয়ে উঠবে তার দল।
Leave a Reply