ঢাকা, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন এটকোর নেতৃবৃন্দের সঙ্গে সভার আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল ও বিজ্ঞাপন প্রচারের ফলে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, সেখানে অনেকটাই শৃঙ্খলা ফিরেছে। আমরা সম্প্রচারের ক্ষেত্রে পরিপূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি।
তিনি বলেন, সম্প্রচারের ক্ষেত্রে আমরা দেশের আইন অনুযায়ী এই বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। অবশ্যই পরিপূর্ণ শৃঙ্খলা আনতে পারব। এ বিষয়ে আরও বেশি আলোচনার জন্য এটকোর নেতৃবৃন্দের সঙ্গে আজ বসছি।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি স্যাটেলাইট টেলিভিশন ব্যবহার করছে। বাংলাদেশ টেলিভিশনে বেশ কিছুদিন ধরেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে। এ পর্যন্ত সম্প্রচারে কোনো সমস্যা হয়নি। ফলে বাকি সবগুলো চ্যানেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের বিষয়টি নিয়েও আমরা আজকের বৈঠকে আলোচনা করব।
‘আজকের বৈঠকে দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল সম্প্রচারের বিষয়টি নিয়েও আলোচনা হবে। এ ধরনের সম্প্রচারে আইনগত বাধা রয়েছে। তবে সবাই ইচ্ছাকৃতভাবে করছে তাও নয়, অনেকটা অজ্ঞতাবশত এটা হচ্ছে। এ ধরনের বিদেশি সিরিয়াল সম্প্রচার বন্ধে আমরা কাজ করব’, যোগ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি ইস্যুতে দুষ্কৃতকারীরা গুজব ছড়িয়ে যাচ্ছিল। এ ধরনের গুজব বন্ধে বাংলাদেশের মিডিয়াগুলো জোরালো ভূমিকা রেখেছে। ডেঙ্গু বর্তমানে বেশ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার বিষয়টিতেও গণমাধ্যম কর্তৃপক্ষ সচেতনতা সৃষ্টির জন্য কাজ করেছে।
এ সসময টেলিভিশন মালিকদের সংগঠনের নেতা ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, তথ্যমন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকে স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার ইস্যুতে শৃঙ্খলা ফেরাতে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা তার ভূমিকার কথা স্বীকার না করলে এটা অকৃতজ্ঞতা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ টেলিভিশনগুলোর মালিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply