ঢাকা, ০৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কড্ডায় সাসেক প্রকল্পের অস্থায়ী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা। সড়কে শৃঙ্খলা না ফিরলে বড় বড় স্থাপনা আর সড়ক প্রশস্ত করেও কোনো কাজ হবে না।
মন্ত্রী বলেন, পরিবহন ও সড়কে বিশৃঙ্খলা চলছে। শুধু ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মা সেতু, ফোরলেন, নতুন ব্রিজ এসব স্থাপনা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধানের জন্য শৃঙ্খলার যে সংকট তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সড়ক ও যানবাহনে যে বিশৃঙ্খলা চলছে তা দূর করতে হবে।
বাংলাদেশে এখন সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আরো কিছু কাজ আমাদের বাকি আছে। আমরা এ কাজগুলোর আরো বেশ কয়েকটি আগামী বছরের মধ্যে শেষ করতে পারব। এর মধ্যে ঢাকা সিটিতে মেট্ট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
রাজধানী সিটিতে যানজট ও দুর্ভোগ এখনো রয়ে গেছে বলে স্বীকার করেন সড়ক পরিবহনমন্ত্রী। ঈদের পর এসব নিয়ে বসবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যানজট নিরসনের স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ নেব। সবার মতামত গ্রহণ করে ঢাকার জীবনযাত্রা স্বস্তিদায়ক করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করব।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির ভূমিকাও নিয়েও কথা বলেন। তার মতে, এ ব্যাপারে বিএনপি ব্যর্থ হয়েছে। মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তির জন্য আইনি লড়াই ও রাজপথে চাপ প্রয়োগের লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা ব্যর্থ হয়েছেন। বিএনপির আইনজীবীরা প্রমাণ করতে পারেননি যে তিনি নির্দোষ। এ জন্য সরকারের কোনো ব্যর্থতা নেই।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সাসেক প্রকল্পের পরিচালক আবু ইসহাক, সওজের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।
Leave a Reply