ঢাকা, ০৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঈদ শেষে জীবিকার টানে সড়ক, নৌ ও রেলপথে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ভোর রাত থেকেই রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল সরগরম ফিরে আসা মানুষের পদচারণায়। ফিরতি পথে কোনো দুর্ভোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
শনিবার (০৮ জুন) ভোর ৪টার পর থেকেই দক্ষিণাঞ্চলের যাত্রী নিয়ে একের পর এক লঞ্চ ভিড়তে থাকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদ শেষে মায়ার বাঁধন আলগা করে শেকড় থেকে জীবিকার টানে কর্মস্থলে ফেরার প্রচ্ছন্ন কষ্ট থাকলেও নির্বিঘ্ন নৌপথ যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
রেলপথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ফিরছেন রাজধানীতে। দু’একটি ট্রেনের শিডিউল কিছুটা এদিক-সেদিক হলেও তেমন দুর্ভোগ ছিল না। যাত্রীদের একজন জানান, যাওয়ার সময় নীলসাগরে গেছিলাম। ট্রেনটা পাঁচঘণ্টা লেট ছিল। আসার সময় ঠিক মতোই এসেছে।
এদিকে গাবতলী বাস টার্মিনালেও দেখা যায় ঢাকায় ফিরে আসা মানুষের ভিড়। মহাসড়কে কোনো যানজট না থাকায় তারাও ফিরছেন সানন্দেই। তারা জানান, কোনো যানজট নাই, ভালভাবে আসছি।
তবে ঈদের চতুর্থ দিনেও কিছু মানুষ রাজধানী ছাড়েন নাড়ির টানে।
Leave a Reply