ঢাকা, ০৭ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সৈকত মাহমুদ। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।
সৈকত ঢাবির বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। ঢাবিতে অ্যাকাউন্টিং বিভাগের এমবিএতে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
জানা যায়, শুক্রবার সকাল থেকে শরীর হঠাৎ খারাপ হয় সৈকতের। একপর্যায়ে অবস্থা বেশি খারাপ হলের রুমমেটদের বিষয়টা জানান তিনি। পরে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সৈকতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাবি প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা সবাই বিষণ্ণ। ওর জন্য আমরা সবাই যেন দোয়া করি।’
বিজয় একাত্তর হল সংসদের সহ-সাধারণ সম্পাদক আবু ইউনূস বলেন, ‘মৃত্যুটি আমাদের জন্য খুবই দুঃখজনক। সকাল দশটার দিকে সৈকত অসুস্থ হয়ে পড়লে আমাদের হল সংসদসহ সবাই তাকে মেডিকেল নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। সৈকতের মৃত্যুর বিষয়টি আমরা ইতিমধ্যেই তার পরিবারকে জানিয়েছি। আমরা পুরো বিজয় একাত্তর হল তার পরিবারের পাশে থাকব ইনশাল্লাহ।’
বিকালে বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল মাঠে সৈকতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply