স্পোর্টস ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুত ১০০ উইকেট শিকারের রেকর্ডের মালিক হলেন স্পিনার তাইজুল ইসলাম। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন আফগান ওপেনার ইহসানুল্লাহকে বোল্ড করার মাধ্যমে এই রেকর্ড গড়েন তাইজুল। এই রেকর্ড গড়ার মাধ্যমে তাইজুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। নিজের ২৫তম টেস্টে তাইজুল এই কীর্তি গড়েছেন। এর আগে নিজের ২৮তম টেস্টে বাংলাদেশের পক্ষে শততম উইকেট শিকার করেছিলেন সাকিব।
টেস্টে ১০০ উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশের তৃতীয় বোলার হলেন তাইজুল। বাংলাদেশের হয়ে আগেই মোহাম্মদ রফিক ও সাকিব এই মাইলফলক স্পর্শ করেছেন। রফিক ৩৩ টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন।
২০১৪ সালের ৫ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাইজুল ইসলামের। আজও সেই ৫ সেপ্টেম্বর। পাঁচ বছরে ক্যারিয়ারের ২৫তম টেস্টে এসে দারুণ এক কীর্তি গড়লেন তাইজুল।
Leave a Reply