জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ ২৭ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকার সময় পাবনা জেলার দুলাই ডক্টর জহুরুল কামাল ডিগ্রি ও অনার্স সরকারি কলেজ এবং দুলাই উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং সচেতন ছাত্রজনতা উদ্যোগে ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতির, বিরুদ্ধে সর্বপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে এই মিছিল করা হয়।
ডক্টর জহুরুল কামাল ডিগ্রী অনার্স সরকারি কলেজ হইতে দুলাই উচ্চ বিদ্যালয় এর মাঠ পর্যন্ত এই মিছিল প্রদক্ষন করে প্রদক্ষন শেষে ছাত্র-জনতার পক্ষে মোহাম্মদ ফারুক হোসেন বক্তব্য দেন।
Leave a Reply