০৬ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। তারা হলেন দৌলতখান উপজেলার সৈয়দপুর এলাকার আব্দুল হকের ছেলে ইকবাল হোসেন ও সোহাগ।
স্থানীয়রা জানায়, ইকবাল ও সোহাগ দুই ভাই দুপুরে বোরহানউদ্দিন উপজেলায় দাওয়াত খেতে আসে। দাওয়াত শেষে মোটরসাইকেল যোগে দৌলতখান যাওয়ার পথে বড় মানিকার ইদারার মোড় এলাকায় পৌঁছালে চরফ্যাশনগামী রবিন চৌধুরী এক্সপ্রেস নামের একটি বাস চাপা দেয় তাদের। এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যান ও ইকবাল গুরুতর আহত হন। স্থানী লোকজন ইকবালকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে।
Leave a Reply