ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার রাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে অন্তত ১৭ জন নিহত হয়। বাসটিতে ৪০ আরোহী ছিল। স্থানীয় গণমাধ্যম ও দমকল কর্মীরা একথা জানিয়েছে।
কম্পোস ডি জর্দারো এলাকার ফায়ার ব্রিগেড জানিয়েছে, ওই এলাকায় একটি বাস উল্টে গিয়ে কয়েকটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এলাকাটি সাউ পাউলো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। গণমাধ্যমে বলা হয়েছে যে এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই ঘটনায় একটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।
Leave a Reply