ঢাকা, ০৭ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালে জনগণের সমর্থন নেই। হরতাল এখন আর গণআন্দোলনের হাতিয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে যারা মনে করেন, হরতালের মাধ্যমে গণআন্দোলন করা যাবে, তাদের হিসাবের অংকে ভুল হয়ে যাচ্ছে। হরতাল এখন গণআন্দোলনের অস্ত্র নয়, এতে এখন মরিচা ধরে গেছে।
তিনি আরো বলেন, ‘ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এ কথা ভেবে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি, সঠিকভাবে, বাস্তবসম্মত, যুক্তিসংগত বিষয় বিবেচনা করে, জনগণের স্বার্থে। জনগণের স্বার্থ দেখতে কতগুলো বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হয়। সবকিছু মিলে দেশ একটা সুষম অবস্থায় আছে।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন ও কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খালেদা জিয়ার বিষয়ও বিচার বিভাগের বিষয়। রায় তাদের বিপক্ষে গেলেই তারা বিচার মানেন না।’
Leave a Reply