২২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন গণপিটুনি, ধর্ষণ, আগুন লাগার কাজ কোনো দুর্ঘটনা নয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজ। একবার এক জায়গায় ঘটলে তা দশ জায়গায় ঘটতে থাকে। সোমবার বিকেলে নেত্রকোনায় আইনজীবী সমিতির ৫তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, সারা দেশে পদ্মা সেতুতে মাথা লাগবে এধরনের গুজব ছড়িয়েছে। আর এই গুজব ছড়ানোর কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে। গুজবে কেউ কান দিবেন না। যারা এই গুজব ছড়ানোর সাথে জড়িত তাদের আইনের হাতে তুলে দিন। আইন তাদের বিচার করবে।
তিনি আরো বলেন, আইনজীবীরা এসব কাজে এগিয়ে আসলে আইনের প্রতি মানুষের ভরসা, বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাবিবা রহমান খানম শেফালী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
Leave a Reply