স্পোর্টস ডেস্ক, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সব রকম ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সলোমন মিরে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের এই সিদ্ধান্ত জানিয়ে পোস্ট দেন মিরে।
সম্প্রীতি আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা দেয়া হয় জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। এই পরিস্থিতিতে দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে গেলো। আর এমন অবস্থায় অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার সলোমন মিরে। অস্ট্রেলিয়ায় গ্রেড ক্রিকেটে প্রথম সবার নজর কাড়েন মিরে। মেলবোর্ন রেনেগেডসের হয়ে ২০১৩-১৪ সালে বিগ ব্যাশে খেলেন।
এরপর ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই অলরাউন্ডারের। এরপর সবাইকে চমকে দিয়ে ২০১৫ সালে বিশ্বকাপ দলেও জায়গা করে নেন মিরে। জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারে দুটি টেস্ট, ৪৭ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন মিরে। সম্প্রীতি আয়ারল্যান্ড সফর করে দেশে ফিরেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
Leave a Reply