২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কামরুল ইসলামকে (৪২) ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত কামরুল সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে।
আদালতের বিশেষ পিপি শেখ আবদুল হামিদ লাভলু জানান, ১৯৯৮ সালে শহরের দিয়ারধানগড়া মহল্লার আবদুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের (৩২) বিয়ে হয় চরবনবাড়িয়ার কামরুলের সঙ্গে। সে মাঝে মধ্যেই যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করতো। একপর্যায়ে ২ লাখ টাকাও দিয়েছিল মুন্নীর পরিবার। আবারও সে ৩ লাখ টাকার জন্য মুন্নীকে নির্যাতন করতে থাকে। এ অবস্থায় ২০১২ সালের ১২ই জুলাই ভোরে কামরুল তার স্ত্রীকে মারপিট ও গলাটিপে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামীর উপস্থিতিতে বিচারক আজ এ রায় প্রদান করেন।
Leave a Reply