ঢাকা, ২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার বিকালে রাজধানীর নিউ ইস্কাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম দাবি করছেন তারা ডেঙ্গু দমনে অনেকটাই সফল। তবে এডিস মশা পুরোপুরি দমন না করা পর্যন্ত সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন মন্ত্রী। অথচ গত ২৪ ঘণ্টায় যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজারের বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে বিয়াম গলিতে মশন নিধন ওষুধ ছিটানো ও ডেঙ্গু সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তারা স্থানীয়দের মধ্যে ডেঙ্গু রোগের সংক্রমণ ও নিরাপত্তা সম্পর্কিত প্রচারপত্র বিলি করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেঙ্গু আক্রান্ত দেশগুলোর মধ্যে এডিস মশা দমনে বাংলাদেশ অনেকটাই সফল দাবি করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন। অন্যান্য দেশের তুলনায় আমরা অনেকাংশে সফল হয়েও সন্তুষ্ট হতে পারিনি।’
‘সন্তুষ্ট হওয়ার জন্য স্থানীয় সরকার, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরাসহ স্থানীয় সরকারের অন্যান্য কর্মকর্তা মাঠে এসেছি সচেতনতা সৃষ্টি জন্য।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘মার্চ-এপ্রিল থেকে এলাকায় মশা নিধন কার্যক্রম অব্যাহত আছে। এশিয়ার বিভিন্ন দেশে এডিস মশার উপদ্রব বেড়েছে। ফিলিপাইনে ৭৭ হাজার লোক আক্রান্ত হয়েছে। মালয়েশিয়াতে ৪৬ হাজার আক্রান্ত হয়েছে। ভিয়েতনামে প্রায় ৫৫ হাজারের কাছাকাছি আক্রান্ত হয়েছে। থাইল্যান্ডে ২৬ হাজার আক্রান্ত হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এ পর্যন্ত ১০ হাজার লোক এডিস মশা কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তার মধ্যে আমাদের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই হাজার ৬০০ জন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এখন আমাদের জনসচেতনতা বাড়ানো অপরিহার্য।’
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘মশার অস্তিত্ব যথেষ্ট কমেছে। কিন্তু এডিস মশা আমরা ওই পরিমাণ কমাতে হলে জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনোভাবেই সম্ভব না।’
সিটি করপোরেশনের দায়িত্বের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার বাড়ির ছাদ এবং আমার বাড়ির ছাদ, আমার বাড়ির আঙিনা কিংবা আপনার বাড়ির আঙিনা যেখানেই পানি জমে সেটা আমি আপনি যত দ্রুত পরিষ্কার করতে পারব, সিটি করপোরেশন তত পারবে না। সিটি করপোরেশন এবং মন্ত্রণালয় মাঠে ময়দানে নেমে সবাইকে উদ্বুদ্ধ করছে, সতর্ক করছে।’
‘এডিস মশা কীভাবে জন্ম হয় আমরা অনেকে জানতাম না এবং আপনারা জানতেন না। এখন জনগণকে জানাতে পারলে জনগণ সচেতন হবে। সহজে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারব।’
মশা মারার নতুন কী ওষুধ আনা হচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ওষুধের অনুমোদন দেবে ডেঙ্গু প্রতিরোধে সেই ওষুধই আনা হবে।’
Leave a Reply