ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ঝিগাতলায় অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম শান্তা (২০) বলে জানা গেছে।
হাসপাতালের মার্কেটিং ম্যানেজার শহীদুল আলম রিপন টেলিফোনে জানান, গত পাঁচদিন ধরে শান্তা ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। শনিবার (০৩ আগস্ট) বেলা ১২টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গুর ‘শক সিনড্রোম’ ছিল।
পরিবারের বরাতে তিনি আরো বলেন, নিহত শান্তা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ হাসপাতালের প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply