স্পোর্টস ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা লিওনেল মেসিকে নিয়ে বলেন, ‘বিশ্ব ফুটবলে লিওনেল মেসি নিঃসন্দেহে সেরা ফ্রি-কিক নিতে পারা খেলোয়াড়। আর তার এমন বিধ্বংসী পারফর্ম করার পেছনে আমার অবদান অনস্বীকার্য।’
লিওনেল মেসি ২০০৮-২০১০ সাল পর্যন্ত ম্যারাডোনার অধীনে জাতীয় দলে খেলেছেন।
মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দা সিনালোয়াকে কোচিং করিয়েছেন বছর খানেক। গত জুলাইতে দায়িত্ব ছেড়ে দেওয়ার পড় থেকে কার্যত বেকার আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে এবার নিজের দেশে কোচিং করাতে ফিরলেন তিনি। আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচ হয়েছেন ম্যারাডোনা।
গত দুই যুগেরও বেশি সময় ধরে যা হয়নি, সেটা হতে যাচ্ছে। নিজের দেশে কোচিং করাতে ফিরেছেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচ হয়েছেন এ ফুটবল কিংবদন্তি। নিজের কোচিং সহকারী হিসেবে আরেক কিংবদন্তি তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে চেয়েছিলেন ম্যারাডোনা, কিন্তু বাতিস্তুতা সে প্রস্তাবে রাজি হননি।
Leave a Reply