ঢাকা, ০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার মিরপুর চিড়িয়াখান রোডের পাশের ঈদগাহ মাঠে সারাদেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা উপস্থিত হন। সেখানে সমাবেশ থেকে তারা আগামী ১৭ মার্চ মুজিব বর্ষ শুরুর আগেই দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণ করার দাবি জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর আগেই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণের দাবি ওঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের দাবি তুলে ধরতে ঢাকাতে সমাবেশ করেছেন দপ্তরি কাম নৈশ প্রহরীরা।
সমাবেশে সংহতি প্রকাশ করেন শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, আমি আপনাদের দাবির সঙ্গে একমত। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দপ্তরি কাম নৈশ প্রহরী পদ সৃষ্টি করে আপনাদের কর্মের সুযোগ করে দিয়েছেন, তাই তিনি আপনাদের বিষয়টি বিবেচনা করবেন আশা করি। আর প্রধানমন্ত্রী যেহেতু এই পদ সৃষ্টি করেছেন তাই আপনারা কোনো রকম বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি তুলে ধরবেন।
প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম নৈশ প্রহরীদের সংগঠনের ব্যানারে এই সমাবেশ হয়।
সংগঠনের সভাপতি মো. মামুন সরদার বলেন, আমরা দপ্তরিরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করি। স্কুলের যাবতীয় কাজ এই দপ্তরিরা করে থাকেন। তাই তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি গুরুত্ব দেবেন এই দাবি করি।
সমাবেশে দেশের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা উপস্থিত হন।
সমাবেশ শেষে তারা সেখান থেকে নিজ নিজ জেলায় কর্মরত স্কুলের উদ্দেশে রওয়ানা হন।
Leave a Reply