ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে (প্রথম স্থানে) থাকার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন।
ওই টুইটে ট্রাম্প লেখেন, “এ আমার জন্য বড় সম্মান। সম্প্রতি মার্ক জাকারবার্গ (ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী) বলেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় আমি প্রথম। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন দ্বিতীয়।”
‘‘ভারত এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই জাতির বন্ধুত্ব সমগ্র বিশ^কে অনুপ্রাণিত করেছে।’’
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারতে সফরে আসবেন ট্রাম্প। এ সফরে তিনি গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন। গুজরাটে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও, দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সন্ত্রাসবাদ রোধে যৌথ উদ্যোগ নেওয়াসহ আরও অনেক বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply