হেলথ ডেস্ক, ২৩ মার্চ ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন। তার শরীরে করোনাভাইরাসের কিছু লক্ষণ ছিল। এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। ওই নারী শহরের কাশিনাথ রোডের শাহাবাগ আবাসিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই নারী করোনায় আক্রান্ত কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, ওই নারী মাসখানেক আগে দেশে আসেন।
Leave a Reply