ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন চলছে নিউজিল্যান্ডে। এমন অবস্থার মধ্যে গাড়ি চালিয়ে সপরিবারে সমুদ্রতটে বেড়াতে গিয়েছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে বহিষ্কার করা হয়েছে তাকে।
জানা গেছে, করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেয়ার পর সম্প্রতি এই নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এর আগে আইসোলেশনের নিয়ম ভেঙে মাউন্টেন বাইকিংয়ে গিয়েছিলেন তিনি।
এই অপরাধে তাকে বরখাস্ত করা উচিত বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানন্ত্রী জ্যাসিন্ডা আরডেন। কিন্তু এই আপত্কালীন পরিস্থিতিতে তাকে পুরোপুরি বরখাস্ত না করে সহকারী অর্থমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং কেবিনেটের র্যাঙ্কিংয়ে নিচের দিকে নামিয়ে দেয়া হয়েছে।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ডেভিড নিজেকে ইডিয়ট হিসেবে উল্লেখ করেছেন। এবং এই সময়ে তার সবচেয়ে দায়িত্ববান হওয়া উচিত ছিল বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply