হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত সন্দেহে ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে এ আক্রান্ত ধরা পড়ে বলে জানান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন সাহা।
আক্রান্তদের মাঝে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একজন, জামালপুরের বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলার দুইজন এবং শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতির দুইজন বলে জানা গেছে। এর আগে পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে দুজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা সাত জনে দাড়ালো।
Leave a Reply