হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশে হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ভাইরাস মোকাবেলার জন্য বাংলাদেশে এখন সাধারণ ছুটি চলছে। করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। যার ফলে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার সঙ্গে কথা বলেন। এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি তার এলাকায় করোনা মোকবেলা পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি নড়াইলে আইসিইউ সুবিধা চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রতিটি ইউনিয়নে ২২-২৩ জনের কমিটি করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে প্রকৃত অর্থে যাদের ত্রাণের প্রয়োজন তারা আশা করি পেয়ে যাবে। মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে কাজ চলছে। আমাদের পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, নড়াইলের প্রতি আপনার নজর সবসময় আছে। নড়াইল সদর হাসপাতালের উন্নয়নের জন্য ইতোমধ্যে আপনার দপ্তর থেকে চিঠি এসেছে। আপনি জানেন যে, আমাদের ২৫০ বেডের কাজ চলছে। বর্তমানের এই সংকটকালে আপনি যদি জেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউ করার সিদ্ধান্ত নেন তাহলে আমাদের নড়াইলে একটি আইসিইউয়ের ব্যবস্থা করবেন। তাহলে আমরা আরো সফলভাবে এই সংকট মোকাবেলা করতে পারব বলে মনে করি।’
Leave a Reply